প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের দারুণ জয় 🔥

ইউ বি টিভি ডেস্ক

এশিয়ান কাপ বাছাইয়ে ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে ১–০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিটে শেখ মোরসালিনের নিখুঁত প্লেসিং শটেই নির্ধারিত হয় ভাগ্য। পুরো ম্যাচজুড়ে ভারতের আক্রমণ ঠেকানো ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সেখানে বীরের মতো দাঁড়ালেন হামজা চৌধুরি—৩২ মিনিটে তার অবিশ্বাস্য হেড সেভ বাংলাদেশকে বাঁচায় নিশ্চিত গোল খাওয়া থেকে।
দ্বিতীয়ার্ধে ভারতের একের পর এক আক্রমণ, কোচের কৌশল বদল—কোনো কিছুই বাংলাদেশের জমাট ডিফেন্স ভাঙতে পারেনি। গ্যালারিতে ২৪ হাজার দর্শকের উত্তাল সমর্থন, মাঠে খেলোয়াড়দের লড়াই—সবমিলিয়ে জন্ম নিলো এক মহামুহূর্ত।
এশিয়ান কাপের আশা শেষ হলেও এই জয় বাংলাদেশের ফুটবলের আত্মবিশ্বাস ফেরানোর জন্য যথেষ্ট।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন