এমন ভাবে লিখব তোমার গল্প, যে পড়বে, সে বুকের ভেতর অজানা একটা ব্যথা অনুভব করবে, চোখের পাপড়িতে জমে উঠবে হালকা কুয়াশার মতো জল, মনে হবে-এই ভালোবাসাটা বুঝি কোথাও গিয়ে থেমে গেছে, ঠিক শেষ পাতার আগেই ভেঙে গেছে এক সুন্দর স্বপ্নের অধ্যায়…!
তারা ছটফট করবে তোমাকে এক নজর দেখার জন্য, আর বলবে -কে সেই ভাগ্যবান। যে এমন গভীর ভালোবাসা পেয়েও তার হয়ে থাকতে পারলো না!
যে ভালোবাসার কদর বুঝতে পারেনি, যে হারিয়ে ফেলেছে এমন একজনকে, যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো প্রাণ দিয়ে…
তোমার গল্পটা যেন এক নীরব আর্তনাদ, যেখানে শব্দ নেই, কিন্তু অনুভূতিতে আছে ঝড়-অপেক্ষার, না-পাওয়ার, আর না-বলা হাজারো কথার।
তুমি ছিলে কারো জীবনের স্বপ্ন, আর সেই স্বপ্নটা আজ শুধু ভাঙা টুকরো হয়ে ছড়িয়ে আছে স্মৃতির গহীনে…
হয়তো একদিন কেউ এই গল্পটা পড়ে নিঃশব্দে চোখ মুছবে, আর বলবে-“ভালোবাসা এমনও হয়..!!💔😭

মো: রাজিবুল করিম রোমিও

মো: রাজিবুল করিম রোমিও