ওই, তোমাকে চাই মানে তোমার খামখেয়ালি আহ্লাদ গুলোকেও চাই।
তোমার ঐ চোখ, খোপায় বাঁধা চুল, নুপুরের শব্দ, মুখে আটতে রাখা হাঁসি, মেঘের আড়ালে লুকিয়ে রাখা উড়োচিঠি, সমস্ত কিছু আমার করে নিতে চাই।
তোমাকে চাই মানে, তোমার মন খারাপের গল্প শুনতে চাই।
বিষাদের আকাশ ছুঁয়ে বলতে চাই – ‘ভালোবাসি’।


নুসরাত জাহান