পাবনার ঈশ্বরদীতে গতকাল ১৭ নভেম্বর সোমবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাতুল নামে যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রাতুল ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের দেবীপুর গ্রামের বাবু মিয়ার বড় ছেলে। রাতুল ইসলাম গতকাল ১৭নভেম্বর সোমবার রাত ৭.৩০ মিনিটের দিকে বন্ধুদের সাথে মোটরসাইকেলে চড়ে বেড়ানোর উদ্দেশ্য রাস্তা পার হওয়ার সময় দাশুড়িয়া-পাবনা মহাসড়কের ধুলটি বাজারের সামনে দ্রুত গতির সিএনজি এসে চাপা দেয়। মোটরসাইকেলে থাকা রাতুল সহ তিন বন্ধুই আহত হন। রাতুল মোটরসাইকেলের পিছনে থাকাই সে ছিটকে কাঠ মিলের গাছের গুড়ির সাথে সজোরে আঘাত লাগে।
স্থানীয়রা দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে রাতুল অবস্থা আশংকা জনক হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতুল কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতুল কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই সে মারা যায়।
তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবু মিয়া ও রিতা দম্পতির তিন ছেলের মধ্যে রাতুল ছিল পরিবারের বড় ছেলে সে গত বছর বিয়ে করেন এবং তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার