প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ভালোবাসা মানে?

ইউ বি টিভি ডেস্ক

যে মানুষ সত্যিই আপনাকে ভালোবাসে, আপনার নীরবতা তার বুকের ভেতর বিশাল শূন্যতার মতো বাজবে। আপনার একটুখানি চুপ করে যাওয়া, তার রাতের ঘুম কেড়ে নিতে পারে!
কেননা ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, ভালোবাসা মানে—আপনার ভেতরে ঝড় উঠলে
তার ভেতরেও ঢেউ আছড়ে পড়বে।
আর যে আপনাকে ভালোবাসে না— আপনার নীরবতা তার কানেই পৌঁছাবে না, আপনার শূন্যতা তার জীবনে সামান্য ফাঁকও তৈরি করবে না। আপনি কথার অভাব বোধ করবেন, আর সে অন্য মানুষের উপস্থিতিতে নিজের অভাব পূরণ করবে!
আপনার অনুভূতি যেখানে ব্যথা হয়ে দাঁড়ায়, সেখানে তার অনুভূতি থাকে শুধু সুবিধা আর হিসেবের খাতায়।
তাই মনে রাখবেন—
মানুষ চেনা অনেক সহজ।
কারও কাছে আপনি নীরবতা দিলে, যদি সে আপনার খোঁজে ছুটে আসে—জেনে নেবেন, সে সত্যিই আপনাকে ধারণ করে। আর যদি আপনার নীরবতায়ও বিশ্ব তার মতো চলতেই থাকে, তবে বুঝবেন—আপনি তার জীবনে কেবলই এক ক্ষণিকের যাত্রী ছিলেন।
যার ভালোবাসা সত্য থাকে, তার কাছে আপনার শূন্যতাটুকুও এক পৃথিবী সমান মূল্যবান। আর যার ভালোবাসায় অভিনয় থাকে, তার কাছে আপনার উপস্থিতিটুকুও কখনোই গুরুত্বপূর্ণ হয় না। যার কাছে আপনার থাকা, না থাকা দু’টোই সমান!

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন