প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

মানুষের মায়া

সম্পাদকঃ রুবিনা শেখ

সাগরের গভীরতা যেমন মাপা যায় না, তেমনি মানুষের মনও বোঝা যায় না।
হাসির আড়ালে লুকিয়ে থাকে কান্নার ছায়া, কে জানে, কোন মুখে কত মিথ্যার মায়া।
মানুষের মায়ায় জড়ালে মন হারায়, বিশ্বাসের স্রোতে হৃদয় ভেসে যায়।
তোমার চোখের চাহনি ছিল স্বপ্নের মতো, সেই চোখই আজ অচেনা — বিষাদে ভরতো।
তোমার মায়ায় ডুবে গিয়েছিলাম অজান্তে,ভাবিনি, এ মায়া আগুন হবে অন্তর প্রান্তে।
তোমার মিথ্যে ভালোবাসায় ভেসে গেলাম আমি,
শেষে রইল শুধু স্মৃতির ছাই, অশ্রুর নীচে নামি।
যদি না জড়াতাম তোমার সেই কোমল ছোঁয়ায়,
তবে জানতাম না—অশ্রু কেমন করে বুক পুড়িয়ে যায়।
মানুষকে চেনা বড় কঠিন রে প্রাণ,
হাসির ভিতরে লুকায় কতো অজানা ক্ষয়মান।
হয়তো এভাবেই জীবন শেখায়,
ভালোবাসা নয়—মায়াই মানুষকে দগ্ধ করায়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন