প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সহজ মানিয়ে নেওয়া

Rubina

এমন রাতের সাক্ষী হওয়ার চেয়ে
হয়তো হঠাৎ মৃত্যুটা শ্রেয় ছিলো,
যেখানে নিঃশব্দে শেষ হতো
সব প্রশ্ন, সব অপূর্ণ প্রার্থনা।
মানিয়ে নেওয়া—শুনতে যত সহজ লাগে,
বাস্তবে তা আগুনের মতো কঠিন,
কারণ তাতে প্রতিদিন
নিজের ইচ্ছেগুলোকে একটু একটু করে
মেরে ফেলতে হয়,
মুছে ফেলতে হয় হাসির নেশা,
চেপে রাখতে হয় কান্নার জোয়ার।
জীবন বয়ে চলে ঠিকই,
কিন্তু ভেতরে জমে থাকা শূন্যতা
দিনের আলোতেও ছায়া ফেলে,
আর আমি ভাবি
মানিয়ে নেওয়া নয়,
হয়তো না মানিয়েই বেঁচে থাকা ছিলো বুদ্ধিমানের কাজ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন