প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

বারহাট্রায় জমি সংক্রান্ত বিরোধে উভয়পক্ষের মামলা

নেত্রকোনা প্রতিনিধি

বারহাট্রা উপজেলার সাহতা ইউনিয়নের দত্তগ্ৰাম ফুটবল খেলার মাঠের রাস্থার পাশে ভাড়াটিয়া দোকানদার আলী উসমানের দোকান বন্ধ রাখার হুমকি দিয়েছে ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের মেম্বার ও বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ খোকন মিয়া বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আলী ওসমান।
সরেজমিনে তদন্ত করে দেখা গেছে যে,উক্ত জমি খোকন মেম্বারের বাবা কাছু আলীর নিকট হতে খরিদ সূত্রে মালিক হয় দত্ত গ্ৰামের কাদির মিয়া।সেই জমি কাদির মিয়ার নিকট হতে খরিদ করে একই গ্ৰামের বাবুল মিয়া ও তার ভাইয়েরা।
আর অভিযোগ কারী আলী উসমান, উক্ত দোকান ঘর বাবুল মিয়া ও তার পরিবারের সদস্যদের নিকট থেকে ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে ব্যাবসা করে আসছে।
অপরদিকে বাবুল মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অপর আর একটি জমি নিয়ে বিরোধের জেড় ধরে সাহতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পল্টন দত্তের সঙ্গে আদালতে মামলা চলমান আছে।
উল্লেখিত দুইটি জায়গা নিয়ে পল্টন চেয়ারম্যান ও খোকন মেম্বারের সাথে বাবুলের পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরেই মামলা হামলার পাঁয়তারা চলছে।
ভুক্তভোগী পরিবার দত্ত গ্ৰাম মাঠের পাশের জায়গা কাদিরের নিকট হতে খরিদ করলেও খোকন মেম্বারের বাবা কাছু আলী মিয়া কাদির মিয়াকে কে দলিল করে দেয় নাই।
এমতাবস্থায় কাদিরের বিক্রি করার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং বাবুল মিয়া ও তার পরিবারের সদস্যদের কাদিরের নিকট হতে খরিদ করাটা সঠিক হয়নি বলে দাবি করেন খোকন মেম্বার।
অপর দিকে সাবেক চেয়ারম্যান পল্টন দত্তের সাথে বাবুল মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যে জমি নিয়ে বিরোধ চলছে তার বি, আর, এস পল্টন দত্তের নামে থাকলেও সি এস ও আর ও আর এর মালিক বাবুল মিয়ার পূর্ব পুরুষদের নামে।
এই নিয়ে আদালতে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ও যেকোনো সময় মারামারি ও হতাহতের ঘটনা ঘটে যেতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক সূত্র জানিয়েছে।
ভুক্তভোগী পরিবার বাবুল মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় যে, খোকন মেম্বার এই দুটি বিষয় নিয়ে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত ও ঠাকুরাকোনা বাজারে বাবুলের ভাই মোঃ আবুল মিয়ার দোকানে গিয়ে ও দোকান বন্ধ রাখার হুমকি দিয়েছে।
পরিবারের দুটি দোকান বন্ধ থাকায় বাবুল মিয়া, উসমান মিয়া,মোতালিব মিয়া ও আবুল মিয়ার দরিদ্র পরিবারের সদস্যদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের মেম্বার ও বর্তমান প্যানেল চেয়ারম্যান কে জিজ্ঞেস করে জানতে চাইলে তিনি বলেন।
দত্ত গ্ৰাম মাঠের পাশে দোকান ঘরের জায়গা আমাদের তাই নিষেধ করেছি তবে ঠাকুরাকোনা বাজারে আবুল মিয়ার দোকানে নিষেধ করাটা আমার ঠিক হয়নি। তিনি আরো ও বলেন ,
আবুল মিয়ার দোকান পরিচালনা করার জন্য আমি স্থানীয় মাতব্বরদের মাধ্যমে জানিয়ে দিয়েছি।
আর কাদিরের নিকট বিক্রি করা জমি আমি প্রয়োজনে শালিস বৈঠকের মাধ্যমে দলিল করে দিয়ে দিব।
উল্লেখিত দুটি জায়গা নিয়ে দত্তগ্ৰামে উত্তেজনা বিরাজ করছে ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ও আদালতে ও পাল্টা পাল্টি মামলা হয়েছে।
এ ব্যাপারে বারহাট্রা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান বলেন,অভিযোগ পেয়েছি তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন