প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

উখিয়া উপজেলায় শিক্ষা-ক্ষেত্রে নব দিগন্তের দ্বার উন্মোচন করবে “উপজেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়”

সিরাজুল কবির বুলবুল

উখিয়া শিক্ষা -ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে কর্ম চঞ্চল সীমান্ত ঘেঁষা ছোট্ট শহর উখিয়া, শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী জানাযায় উখিয়া উপজেলার শিক্ষা হার এখনো ৫৬% যেটি বর্তমান সময়ে কাম্য নয়,একটা দেশকে উন্নত করতে হলে যেমন শিক্ষিত জাতি প্রয়োজন ঠিক একটি মফস্বল এলাকাকে এগিয়ে নিতে হলে শিক্ষার হার বৃদ্ধি করা প্রয়োজন স্বাধীনতা ৫২ বছর পরও আমরা শিক্ষা-দীক্ষা অনেক পিছিয়ে, এই নিরেট সত্যি উপলব্ধি করতে পেরেছেন উখিয়া উপজেলার বিচক্ষণ, চৌকস উপজেলা নির্বাহী কর্মকর্তা ” দি স্পীড ম্যান খ্যাত জনাব,কামরুল হোসেন চৌধুরী মহোদয়,তাহার ঐকান্তিক প্রচেষ্টার ফসল হল ” উপজেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়”
যেটি ধীরে, ধীরে আলোর মুখ দেখতে শুরু করেছে,
উখিয়া সদরে মহিলা কলেজ রোডে প্রাণী সম্পদ হাসপাতালে সন্নিকটে স্বমহিমায় গড়ে ওঠতে যাচ্ছে একটি উচ্চ বিদ্যালয় যে টি উখিয়া উপজেলার ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে,স্থানীয় জনসাধারণ জানান এমন একটি বিদ্যালয় আমাদের এলাকার জন্য খুবই প্রয়োজন ছিলো যেটি উপলব্ধি করতে পেরেছেন উখিয়া উপজেলার একজন সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা
জনাব,কামরুল হোসেন চৌধুরী, আমরা ওনার কাছে চিরঋণী হয়ে হয়েগেলাম।
উখিয়া উপজেলা ডাকঘর কর্মকর্তা বিশিষ্ট কন্ঠ শিল্পী জনাব,এস,এম,জসিম উদ্দিনের বরাত দিয়ে জানতে পারি সব কিছু ঠিক থাকে আগামী জানুয়ারি মাস থেকে
নিয়মিত ক্লাস শুরু হবে এটি সার্বক্ষণিক পরিচালনা করবে উখিয়া উপজেলা প্রশাসন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন