ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি খামারগুলোর লিটার (বর্জ্য) ব্যবস্থাপনায় গাফিলতির কারণে তিনটি বড় প্রতিষ্ঠান— সিপি বাংলাদেশ, নারিশ বাংলাদেশ ও প্যারাগন পোল্ট্রি লিমিটেড—কে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন লেয়ার ও ব্রয়লার শেডে লিটার ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কি না তা যাচাই করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা ও বায়োগ্যাস প্লান্ট স্থাপনের নির্দেশ পূর্বেই প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা নির্দেশনা বাস্তবায়ন না করায় পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি হওয়ায় এই জরিমানা করা হয়।
প্রশাসনের ভাষ্যে, পোল্ট্রি খামারের লিটার সঠিকভাবে না রাখলে দুর্গন্ধ, রোগজীবাণু, স্বাস্থ্যঝুঁকি এবং আশেপাশের মানুষের ভোগান্তি তীব্রভাবে বাড়তে পারে। তাই জনস্বার্থে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান,
> “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, ইউএনও স্যারের এ উদ্যোগে তারা স্বস্তি পেয়েছেন এবং ভবিষ্যতেও এমন কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবিজানিয়েছেন।

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ