প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ব্যতিক্রমী নারিকেলের কচুরি

আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প

ডাল বা কিমা দিয়ে অনেকেই কচুরি বানিয়েছেন। কিন্তু কেউ কি নারিকেলের পুর ভরে কচুরি বানিয়েছেন ? এবার সেটাই বানিয়েছেন দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। তো, আসুন তার নারকেলের পুর ভরা কচুরি বানানোর রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
ময়দা ২ কাপ, লবণ হাফ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, পানি পরিমাণ মতো।
তৈরির প্রণালি :
সব উপকরণ একসাথে মাখিয়ে এক ঘন্টা রেখে দিন। কিছুক্ষণ পর নারিকেলের পুর ভরে বেলে ডুবা তেলে হালকা বাদামি করে ভাজুন। ব্যস, তৈরি হয়ে গেলো নারিকেলের কচুরি।
নারিকেলের পুর বানানোর উপকরণ :
নারিকেল কুড়ানো ১কাপ, ভাজা কাজু বাদাম গুড়া ১ টেবিল চামচ, গুড় বা চিনি ৪ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, এলাচ ও দারুচিনি ২ পিস করে।
পুর তৈরির প্রণালি :
ঘি ছাড়া বাকি সব উপকরণ মাখিয়ে রেখে দিন এক ঘন্টা। এরপর কড়াইতে ঘি দিয়ে মাখিয়ে রাখা উপকরণ দিয়ে চার পাঁচ মিনিট রান্না করুন। ব্যস, তৈরি হয়ে গেলো নারিকেলের পুর।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন