প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

আমি বেমানান

Ru Bi Na

আমি বেমানান
নেই কোনো রাজকীয় রূপ,
নেই প্রাসাদের আলো কিংবা গয়নার ঝলক,
তবু আমার চোখে একটুখানি সত্য ছিলো, যা মিথ্যা ভালোবাসায় হেরে গিয়েও জ্বলে ওঠে অদ্ভুত।
প্রিন্সেস ডায়না যেদিন জানলেন বিশ্বাসঘাতকতা,
তবু পরলেন রিভেন্স গ্রাউন সম্মানের পতাকা,
হাসলেন দুঃখের ভিতরেও সে রাণীর মতোন, কারণ ভালোবাসা হারালেও হারেনি তাঁর মন।
অপু বিশ্বাসও সেজেছেন সাদা শাড়িতে, যন্ত্রণার আগুনে জ্বলে উঠেছেন নবজন্মের দীপ্তিতে,
তার সেই শাড়ি—এক প্রতিশোধ নয়, এক প্রতিজ্ঞা,
নারী কাঁদে বলেই সে নিজেই হয়ে ওঠে দিগন্তের দিয়া।
বিশ্ব সুন্দরীরা পারেনি স্বামীকে ধরে রাখতে,
তাদের রূপ-যৌবনও হেরে গেছে প্রতারণার রাতে,
তাদের পাশে আমি? বড্ড বেমানান বলতেই পারো তুমি কোথাও নিয়ে যায়া যায় না আমায়,
তবু আমার হৃদয়ই সবচেয়ে দামি গহনা তুমি জানো কি?
আমি যাকে ভালোবাসি, সে হয়তো ফিরবে না আর,
তবু আমি সাজব নিজের শক্তিতে, ভাঙা হৃদয়েও থাকবে অহংকার,
কারণ ভালোবাসা যদি মাপা যায় রূপে, তবে আমি সেই বেমানান নারী,
যার ভালোবাসা ছিলো অমর,
তবু যার রিভেন্স শাড়ি জ্বলে অনন্ত নীলে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন