প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

নলছিটিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত 

আমির হোসেন, ঝালকাঠিঃ

জলবায়ু সহনশীল সমাজ গঠনে গ্রামীণ নারী ও কিশোরীদের নেতৃত্ব” – প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ অক্টোবর-২০২৫) বিকেল৩ টায় ঝালকাঠির নলছিটি চায়না মাঠ সড়ক এন এম এস কার্যালয় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ এল আর ডি (অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট) সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো.খলিলুর রহমান মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: এনামুল হক। প্রতিবেদন পাঠ করেন সারদল দুস্থ মহিলা কল্যান সমিতির সভানেত্রী জান্নাতুল মাওয়া। এ ছাড়াও বক্তব্য রাখেন গ্রামীন কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী সদস্য শাহজাদি সারমিন, এনএমএসএর সমন্বয়কারী সানজিদা আক্তার প্রমূখ।

বক্তারা বলেন,১৯৯৬ সালের১৫ অক্টোবর থেকে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত হয়ে আসছে। ২০০৭ সাল থেকে এর আয়োজনের ব্যাপকতা আসে এবং সেই বছর থেকেই নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে গ্রামীণ নারীদেরকে নারী মুক্তি যোদ্ধা, দাবি আদায় কারী,ধাত্রী মাতা,রত্ন গর্ভা মা,বীজ সংরক্ষণ কারী, অন্যায়ের প্রতিবাদকারী ও স্থানীয় সরকার প্রতিনিধি ইত্যাদি ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে আসছে। এ বছর নলছিটির

নাছরিন বেগম ও সানজিদা আক্তার কে সম্মাননা সনদ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগীয় ছিলেন নলছিটি মডেল সোসাইটি, অনুরাগ মহিলা ও শিশু সংস্থা, সারদল দুস্থ মহিলা কল্যান সমিতি ও গ্রামীন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি:।অনুষ্ঠান শেষে নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলার গ্রামীণ নারীদেরকে সম্মাননা সনদ পুরস্কার প্রদান করা হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন