প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

মুক্তাগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস’২৫ পালিত 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

হাত ধোয়ার উপকারিতা জানান দিতে প্রতিবারের মতো এবারও পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। বাংলাদেশে ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। আজ (১৫ অক্টোবর’২৫) “Be a Hand Washing Hero” (“হাত ধোয়ার নায়ক হোন”) প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইসলামিক রিলিফ, মুক্তাগাছা, ময়মনসিংহের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় উপজেলা হলরুমে সকাল ১১ টায় শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা এর সভাপতি সাইফুজ্জামান দুদু, উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা এর কোষাধ্যক্ষ মোঃ রাশিদুল হাসান জিহাদ, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর পলাশ কুমার সাহা, মুক্তাগাছা এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দু গোমেজ প্রমূখ।

‎উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সহকারী প্রকৌশলী শফিউল আজম বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একটি প্রতীকী দিন নয়, এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দীপনা।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, আমাদের শরীরের ভেতরে যে জীবাণু প্রবেশ করে তার অধিকাংশ জীবাণুই হাতের মাধ্যমে প্রবেশ করে। আমাদের সবসময় হাত ধোয়ার নিয়ম অনুযায়ী হাত ধুয়ে হাতকে জীবাণুমুক্ত রাখতে হবে।

‎উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ আমন্ত্রিত সুধি-মন্ডলী উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন