প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

“দল কাউকে গ্রীন সিগন্যাল দেয়নি”—রুহুল কবির রিজভী

ইউ বি টিভি ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বগুড়ার বিভিন্ন আসনে মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে বলা হচ্ছে যে বিএনপি ইতিমধ্যে কয়েকজন প্রার্থীকে গ্রীন সিগন্যাল দিয়েছে। কিন্তু দলীয় সূত্রে জানানো হয়েছে, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

বগুড়ার আসনগুলো হলো বগুড়া ১, বগুড়া ২, বগুড়া ৩, বগুড়া ৪, বগুড়া ৫। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছে বলে যেসব নাম উল্লেখ করা হচ্ছে, তা সত্য নয়। এই আসনের নামগুলো এবং সম্ভাব্য প্রার্থীর নামগুলো হলো:
বগুড়া ১ (সারিয়াকান্দী–সোনাতলা)–কাজী রফিকুল ইসলাম, বগুড়া ৩ (আদমদিঘি–দুপচাঁচিয়া)–আব্দুল মুহিত তালুকদার, বগুড়া ৪ (কাহালু–নন্দীগ্রাম)–মোশারফ হোসেন, বগুড়া ৫ (শেরপুর–ধুনট)–গোলাম মোহাম্মদ সিরাজ।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “দল কাউকেই কোনো গ্রীন সিগন্যাল দেয়নি। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। তফসিল ঘোষণার পর মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিকেই দল প্রার্থী হিসেবে ঘোষণা করবে।”

দলীয় সূত্র আরও জানিয়েছে, এখনো কোনো আসনে মনোনয়ন ফরম বিক্রি হয়নি এবং কাউকেই প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। এই ধরনের গুজব শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।

বিএনপি সাধারণ জনগণ ও নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারে কান না দেওয়ার জন্য এবং দলীয় অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করার জন্য।

👉 দলের বার্তা:
“গুজবে নয়, বিশ্বাস রাখুন দলের আনুষ্ঠানিক সিদ্ধান্তে।”

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন