
পাবনার চাটমোহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১০ লিটার বাংলা ম-দ এবং ১ কেজি গা+জা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লবিজান (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত লবিজান হন্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের হাবিব প্রামানিকের স্ত্রী।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের উপ-পরিদর্শক শের আলমের দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মাদক কারবারি হাবিব প্রামানিকের বাড়িতে দপ্তরের কর্মকর্তা নিজাম উদ্দিনসহ সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে তার বসত ঘরে থাকা ১ কেজি গা+জা উদ্ধার করে। এ সময় লবিজানকে আটক করা হয়।
অপরদিকে অভিযানিক দল একই ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত শ্যামাপদ মুরারির ছেলে শ্রী হিরেন্দ্র মুরারীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ টি বোতলে রাখা ১০ লিটার বাংলা ম/দ উদ্ধার করে। বিষয়টি টের পেয়ে কারবারি হিরেন্দ্র পালিয়ে যায়।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম জানান, পৃথক দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।