প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

আশুলিয়ার ভাদাইল এলাকায় জামগড়া আর্মি ক্যাম্প সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ ৫ জন গ্রেফতার

ইউ বি টিভি ডেস্ক

দীর্ঘদিন ধরে আশুলিয়ার ভাদাইল এলাকায় কিছু অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। তাদের প্রত্যেকের নামেই একাধিক অস্ত্র এবং মাদক ব্যবসায়ের মামলা এবং প্রমাণসহ অভিযোগ রয়েছে । এ বিষয়ে জামগড়া আর্মি ক্যাম্পে অভিযোগ আসলে ক্যাম্প থেকে অদ্য ১৫ অক্টোবর ২৫ রাতে একাধিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ইমন এবং রাহুল সহ সর্বমোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল। পরবর্তীতে আটককৃত ছয় জনকে উদ্ধারকৃত বিপুল দেশী অস্ত্র, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিবর্গঃ

ক. মোঃ ইমন (২৩) —
ঠিকানা: ভাদাইল, আশুলিয়া।
খ. মোঃ রাহুল (২৩) —
ঠিকানা: ভাদাইল, আশুলিয়া।
গ. মোঃ সাইরোয়ার (৩০) — ঠিকানা: ভাদাইল, আশুলিয়া।
ঘ. মোঃ সানোয়ার (৩৩) — ঠিকানা: ভাদাইল, আশুলিয়া।
ঙ. মোঃ বায়েজিদ (২২) — ঠিকানা: ফরিদপুর।

উদ্ধারকৃত সরঞ্জামাদিঃ

ক. স্থানীয় অস্ত্র – ১৭টি (রামদা, চাপাতি ইত্যাদি)
খ. টেজার – ০২টি
গ. অপরাধমূলক তথ্যযুক্ত মোবাইল ফোন – ০৬টি

দীর্ঘদিনের ত্রাসের রাজত্ব কায়েম কারী কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করায় ভাদাইল এলাকার জনগণের মধ্যে স্বস্তি এবং নিরাপত্তা বিরাজ করছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন