ন্যায্য অধিকার ও যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড এবং তা বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ির রামগড় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
২অক্টোবর (বুধবার) বিকেল ৪টার সময় ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ ও রামগড় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যবিরোধী অন্তবর্র্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণ করে পুলিশ বক্সের সামনে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
সহকারি শিক্ষক ফজলুল হক এর সঞ্চালনায়,সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ কাশেম আলীর সভাপতিত্বে এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব হোসেন,যুগ্ন সম্পদক দিদারুল আলম, সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি অলি উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক ফয়েজলুল হক, দপ্তর সম্পাদক মোঃ এনায়েত হোসেন, সদস্য মো. মুসা মোঃ রাশেদ, রোশনআরা বেগম, শেফালী শীল আমেনা বেগম প্রমুখ।

জহিরুল ইসলাম রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি