প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল

ইউ বি টিভি ডেস্ক

সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। তারা গতকাল সোমবার (১৩ অক্টোবর) মুক্তির গাজায় আসেন। এরমধ্যে এক ব্যক্তি গাজায় এসে জানতে পারেন, ইসরায়েলি সেনারা তার সব সন্তান, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের হত্যা করেছে।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ওই ফিলিস্তিনি বাবা ইসরায়েলি কারাগারে থেকে রুগ্ন হয়ে গেছেন। তিনি এতটাই অসুস্থ যে তাকে হুইল চেয়ারে করে আনা হচ্ছে। গাজায় আসার কয়েক ঘণ্টা পর তিনি জানতে পারেন তার সন্তানরা আর দুনিয়াতে নেই।
এ কথা শুনে তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। নিজের হাতে থাকা একটি ব্রেসলেট দেখিয়ে তিনি বলেন, নিজের দুই বছর বয়সী মেয়ের জন্মদিন উপলক্ষ্যে একটি ব্রেসলেট তৈরি করেছেন তিনি।
অপরদিকে আরেক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনারা বলেছিল, গাজায় তার পরিবারের সবাইকে তারা হত্যা করেছে। কিন্তু তিনি ফিরে এসে দেখতে পান তার পরিবার তার জন্য অপেক্ষা করছে। তাদের দেখে তিনি উন্মাদের মতো আচরণ করতে থাকেন। বিশেষ করে বাড়ির শিশুকে জড়িয়ে ধরে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।
অপর এক ফিলিস্তিনি বলেছেন, ইসরায়েল তাদের যে কারাগারে রেখেছিল, সেটি ছিল ‘কসাইখানা’। তাদের সেখানে নিয়মিত নির্যাতন করা হতো।
গাজায় এসব ফিলিস্তিনি ফিরে আসার পর হাসি ও কান্না দুই ধরনের চিত্র দেখা যায়। কেউ কেউ ফিরে পান পরিবারকে। আর কেউ এসে দেখেছেন তাদের জীবনের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন