প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

গফরগাঁওয়ে একই দোকানে তিনবার চুরি

হামিম হাসান স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২নং বারবাড়ীয়া ইউনিয়নের পাকাটি বাজারে একই দোকানে পরপর তিনবার চুরির ঘটনা ঘটেছে। দোকানের নাম “কামাল ট্রেডার্স”, মালিক হারুন-অর-রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১২ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দোকানে সর্বশেষ চুরির ঘটনাটি ঘটে। চোরেরা দোকানের তালা ভেঙে নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। তবে দোকান থেকে অন্য কোনো মালামাল নেওয়া হয়নি।

দোকান মালিক হারুন-অর-রশিদ জানান,

“এই দোকানে এর আগেও দুইবার চুরি হয়েছে। প্রথমবার দোকান খোলা অবস্থায় প্রায় ৫০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। দ্বিতীয়বারও টাকা চুরি হয়, এমনকি চোরেরা দোকানের ভেতরে বসে রান্না করে খেয়ে যায়। এবার তৃতীয়বার আবারো টাকা নিয়ে গেল।”

পাকাটি বাজারের ব্যবসায়ীরা জানান, এলাকায় টহল পুলিশের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন এমন ঘটনা আর না ঘটে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন