প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

রূপগঞ্জে প্রতারণা করে চাঁদা দাবির অভিযোগ: যুবক গ্রেফতার

মো: রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকার এক স্কুল ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব করে মোবাইলফোন থেকে ছবি ও তথ্য নিয়ে প্রতারণা করে কৌশলে ৭লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৮অক্টোবর বুধবার প্রতারক রাতুল তালুকদার নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত কয়েকদিন আগে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামের শাহিন তালুকদারের ছেলে রাতুল তালুকদারের সঙ্গে রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকার এক স্কুল ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরে সুকৌশলে রাতুল তালুকদার স্কুল ছাত্রীর মোবাইল ফোনের যাবতীয় ছবি ও তথ্য হ্যাঁক করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। স্কুল ছাত্রীর ছবি অশ্লীলভাবে এডিট করে তাকে দেখায় ও এ ছবি ইন্টারনেটে ভাইরাল করবে বলে তার কাছ থেকে প্রথমে ২লাখ টাকা চাঁদা দাবি করে। উপায়ন্তর না দেখে স্কুল ছাত্রীদের আলমারিতে রক্ষিত তার বাবার ১লাখ টাকা চুরি করে সে রাতুল তালুকদারকে দেয়। পরবর্তীতে রাতুল তালুকদার স্কুল ছাত্রীর কাছে আবারো ৫লাখ টাকা চাঁদা দাবি করে। এরপরে স্কুল ছাত্রী তার মায়ের ২ভরি ৭আনা ওজনের স্বর্ণের গলার হার চুরি করে মুড়াপাড়া কলেজ মাঠে এসে রাতুল তালুকদাকে প্রদান করে। খবর পেয়ে পরিবারের লোকজন প্রতারক রাতুল তালুকদারকে স্বর্ণালঙ্কারসহ আটক করে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর চাচা নজরুল ইসলাম মফিজ(৫৪) বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদক কার্যালয়ঃ রুপায়ন এফ পি এবি টাওয়ার ২ (ষষ্ঠ তলা), নয়াপল্টন, কালভার্ট রোড, ঢাকা-১০০০, মোবাইলঃ০১৭১২ ৭০ ৬১ ৮৯ ব্যবস্থাপনা সম্পাদক কার্যালয়ঃ যমুনা সেতু বাজার, ভুঞাপুর, টাঙ্গাইল, মোবাইলঃ ০১৭১৫ ৬৬ ৫৪ ৬৭ বার্তা-বাণিজ্যিক কার্যালয়ঃ কোফিলউদ্দিন পাড়া, পাবনা, মোবাইলঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন