প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

লাইসেন্সবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযানে হামলার শিকার ট্রাফিক সার্জেন্ট

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর নগরীর পতেঙ্গা এলাকায় ব্যাটারিচালিত লাইসেন্সবিহীন একটি অটোরিকশা আটককে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মব সৃষ্টি করে ট্রাফিক পুলিশের এক সদস্যকে পিটিয়ে আহত করেছে কয়েকজন উচ্ছৃঙ্খল অটোরিকশা চালক। এ সময় তারা জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় বিমানবন্দর সড়কে। আহত পুলিশ সদস্য কনস্টেবল নজরুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক জোনে রেকার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযানের সময় আকস্মিক হামলা — সেদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে বন্দর ট্রাফিক বিভাগের সার্জেন্ট ও কনস্টেবল নজরুল ইসলাম বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্বে ছিলেন। কমিশনারের নির্দেশনা অনুযায়ী তারা লাইসেন্সবিহীন ও অনুমোদনবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন।
অভিযানের একপর্যায়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামানোর নির্দেশ দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ গাড়িটি আটক করে থানায় নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু তখনই চালক ক্ষিপ্ত হয়ে হৈচৈ শুরু করে এবং আশপাশের অটোরিকশাচালকদের উত্তেজিত করে তোলে।
অল্প সময়ের মধ্যেই প্রায় ৫০-৬০ জন চালক সেখানে জড়ো হয়ে এক ধরনের মব পরিস্থিতি তৈরি করে। তারা কনস্টেবল নজরুলকে ঘিরে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের উপস্থিত গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আহসান হাবীব বলেন — ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা একজন ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমরা মামলা নিয়েছি। ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দায়ীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।
আমরা নিয়ম অনুযায়ী অভিযান চালাচ্ছিলাম – বন্দর ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশ অনুযায়ী অভিযান পরিচালনা করছিলাম। লাইসেন্সবিহীন ও অবৈধ অটোরিকশা নগরীতে চলাচল করতে পারবে না। কিন্তু অভিযানে গেলেই কিছু চালক উল্টো পুলিশের ওপর চড়াও হয়। এবারও এমনই ঘটেছে।
তিনি আরও বলেন, যে চালক পুলিশের সঙ্গে অসদাচরণ করেছে, তাকে শনাক্তের কাজ চলছে। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।বাড়ছে লাইসেন্সবিহীন অটোরিকশা, চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। নগরের বন্দর, পতেঙ্গা, ইপিজেড, আকবরশাহ ও ডবলমুরিং এলাকায় লাইসেন্সবিহীন প্রায় কয়েক লাখের ও বেশি অটোরিকশা প্রতিদিন রাস্তায় নামছে বলে স্থানীয় সূত্র জানায়।
আইন-শৃঙ্খলা বিশেষজ্ঞরা বলছেন, এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল সড়ক দুর্ঘটনা, যানজট ও জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে এসব রিকশা ব্যবহার হচ্ছে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডে।
নাগরিক সমাজের প্রতিক্রিয়া – নগরের সচেতন নাগরিকরা মনে করছেন, পুলিশের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় — এটি নগরীর শৃঙ্খলাভঙ্গের বিপজ্জনক দৃষ্টান্ত।
স্থানীয় সামাজিক সংগঠন বন্দর ইপিজেড পতেঙ্গা সচেতন নাগরিক সমাজ-এর একজন সদস্য বলেন, আইন প্রয়োগকারী সংস্থার প্রতি সম্মান দেখানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। যারা পুলিশের কাজে বাধা দেয়, তারা রাষ্ট্রের শৃঙ্খলা ও আইনের শাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। দায়ী অটোরিকশা চালক ও মদদদাতাদের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে শনাক্ত করা হচ্ছে। পুলিশের দাবি, অচিরেই অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ আর আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এমন অশ্রদ্ধা প্রদর্শনের সাহস না পায়।
চট্টগ্রাম নগরে পরিবহন খাতের বিশৃঙ্খলা, বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত সম্প্রসারণ, ইতিমধ্যে নগরজীবনে এক জটিল সংকট সৃষ্টি করেছে। প্রশাসন নিয়মিত অভিযান চালালেও নিয়ন্ত্রণহীন রিকশা মালিক সমিতিগুলোর প্রভাব এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এখনই যদি সরকার ও সিএমপি প্রশাসন সমন্বিতভাবে কঠোর নীতি গ্রহণ না করে, তাহলে আগামী দিনগুলোতে এমন ঘটনা আরও বৃদ্ধি পাবে এবং নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে নাজুক হয়ে পড়বে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন