প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

দিনাজপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

মো: মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর

“জলাতঙ্ক নির্মূলে-কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ পালিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে বালুবাড়ীস্থ প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে পুনরায় প্রাণিসস্পদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় জলাতঙ্কের উপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃত্রিম প্রজনন দিনাজপুরের উপপরিচালক ডা. মাহফুজা খাতুন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা আকবর তিশা প্রমূখ।

উন্নত বিশ্বে যেভাবে জলাতঙ্ক নিয়ন্ত্রন করে, সেভাবে চেষ্টা করলে আমাদের দেশেও জলাতঙ্ক নিয়ন্ত্রন বা নির্মূল করা সম্ভব। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সবার সাধ্যানুযায়ী কুকুরের খাবারের ব্যবস্থা করতে হবে। তাদের সাথে ভাল আচরন করতে হবে।

র‍্যালি ও আলোচনা সভায় জেলা ভেটেরিনারি সার্জন ডা. এম এ জলিল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগমসগ বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, হাবিপ্রবি’র ভেটেরিনারি বিভাগের প্রশিক্ষণরত শিক্ষার্থী, খামারি ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন