বিদায় সব সময় বেদনার হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল ইসলাম (কৃষি)বি এস সি, বি.এড। ওই শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণিল এই আয়োজন করেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ।
বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ির প্রস্তুত করে রাখা হয়েছে। বিদ্যালয় ভবন থেকে ঘোড়ার গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর সহকারী শিক্ষক বের হয়ে এলে তাঁকে করতালি দিয়ে স্বাগত জানায় শিক্ষক-শিক্ষার্থীরা।
সহকারি শিক্ষক শহিদুল ইসলামের চাকরিজীবনের শেষ দিন ছিল। ওই দিন এভাবেই তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। বিদায়ী ওই সহকারি শিক্ষক সদর উপজেলার মাটিডালি গ্রামের বাসিন্দা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ১৯৯৭ সালে মহাস্থান উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (কৃষি) হিসেবে যোগদান করেন। মঙ্গলবার অবসরে যান তিনি। দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা জীবনে শেষ দিনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এমন আয়োজন দেখে তিনি আনন্দে কেঁদে ফেলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, শহিদুল ইসলাম স্যার ছিলেন একজন সাদা মনের মানুষ। এমন শিক্ষক আর হয়তো আমরা পাব না।
এসময় আরোও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রায়নগর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,সহকারী শিক্ষক সুফি আলম, শহিদুল ইসলাম, মেহেরুল ইসলাম,খায়রুল ইসলাম,জাহিদুল ইসলাম,রাহুল ইসলাম, তোয়াফ মন্ডল,সহকারী শিক্ষিকা সিরাতুল জান্নাত জুয়েল,সোহেলী পারভিন, আয়েশা সিদ্দিকা, লিখন প্রাং,জাহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।।