প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান

আমিনুল হক,সিংড়া (নাটোর)

জনস্বাস্থ্য সুরক্ষায় এক প্রশংসনীয় উদ্যোগের অংশ হিসেবে, সিংড়া পৌরসভা আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে রেবিস ভ্যাকসিন (জলাতঙ্ক টিকা) প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাজাহারুল ইসলাম পৌরসভার পক্ষ থেকে সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে এই টিকা তুলে দেন।

এই পদক্ষেপের ফলে এখন থেকে কুকুরে কামড়ানো যেকোনো ব্যক্তি বিনামূল্যে এই গুরুত্বপূর্ণ টিকা নিতে পারবেন। এটি সিংড়া উপজেলার মানুষের জন্য একটি বড় স্বস্তির খবর, কারণ জলাতঙ্ক একটি মারাত্মক রোগ যা সময়মতো চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে।

এ সময় ইউএনও মাজাহারুল ইসলাম বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট। জলাতঙ্ক টিকার সহজলভ্যতা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার ছিল এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আশা করি, এতে সাধারণ মানুষ উপকৃত হবেন।” উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম খোকন এই উদ্যোগের জন্য সিংড়া পৌরসভা ও ইউএনও-কে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই টিকা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানকে আরও উন্নত করবে। এখন থেকে কেউ কুকুরে কামড়ালে বিনা খরচে ও ঝামেলামুক্তভাবে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন।”

এই কার্যক্রমটি সিংড়া পৌরসভা এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জনস্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল। এটি স্থানীয় প্রশাসনের জনকল্যাণমুখী ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন