প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

তোমার কাপড় ধোওয়া, শুকানো ও বদলে দেওয়া : বিনা পয়সায়

লেখক : মোঃ শাহজাহান বাশার সাংবাদিক ও কলম সৈনিক সহ-সভাপতি, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC)

আজকের দ্রুতগতির জীবনযাত্রায় মানুষের কাজের চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে নগর জীবনে পরিবারের জন্য সময় বের করা দিন দিন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। একদিকে কর্মব্যস্ততা, অন্যদিকে নিত্যদিনের গৃহস্থালির কাজ মানুষকে মানসিক চাপে ফেলছে। এর মধ্যে কাপড় ধোওয়া, শুকানো ও বদলে দেওয়া অনেকের কাছেই বড় ধরনের ঝক্কির কাজ।

কিন্তু ঠিক এই জায়গাতেই নতুন দিগন্ত উন্মোচন করেছে এক অভিনব সামাজিক সেবা। “তোমার কাপড় ধোওয়া, শুকানো ও বদলে দেওয়া—সব বিনা পয়সায়” এই উদ্যোগটি শুধু সেবার দিক থেকেই নয়, মানবিকতার দৃষ্টিকোণ থেকেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দরিদ্র, শ্রমজীবী ও অভাবী মানুষের জন্য এটি যেন এক আশার আলো।

এই কার্যক্রমে যারা সম্পৃক্ত, তারা বিনামূল্যে কাপড় সংগ্রহ করে নিয়ে যান, ধুয়ে-শুকিয়ে পরিচ্ছন্ন অবস্থায় ফেরত দেন। এতে অভাবী মানুষদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে। একইসাথে তারা পাচ্ছেন পরিচ্ছন্নতা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা।

বাংলাদেশে সমাজসেবামূলক কাজের ধারাকে এগিয়ে নিতে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মানুষের মৌলিক চাহিদার বাইরে থেকে কেউ যখন এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তখন সমাজে সহযোগিতা ও মানবতার সম্পর্ক আরও মজবুত হয়।

সামাজিক গবেষকরা বলছেন, এ ধরনের উদ্যোগ দারিদ্র্য বিমোচনে এবং সমাজে সমবণ্টন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু তাই নয়, এটি একধরনের সচেতনতাও তৈরি করছে—“অন্যের জন্য কিছু করা মানেই নিজের জন্যও কল্যাণ নিশ্চিত করা।”

বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি এই ধরনের কার্যক্রম ছড়িয়ে দেওয়া যায়, তবে সমাজে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন