
চলচ্চিত্রের নতুন নায়িকা রাজ রিপা’র একটি ফেসবুক পোস্ট নিয়ে সোরগোল চলছে। এই নায়িকা নিজের অভিনীত চার বছর আগে শুটিং শুরু হওয়া ‘মুক্তি’ নামের ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরীকে নিয়ে কড়া একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। রাজ রিপা তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেন, এই ইন্ডাস্ট্রি আমার মতো মানুষের জন্য নয়। সাত বছর ধরে একা পথ চলেছি। পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি রয়ে গেছে। তিনি হয়তো তা শোধ করবেন, না হয় আমাকে সরিয়ে দেবেন।
রাজ রিপা ওই পোস্টে আরও অভিযোগ করেন – মুক্তি সিনেমাটি এগিয়ে নিতে গিয়ে তিনি মানসিক চাপে পড়েছেন, স্পন্সর জোগাড়ের দায়িত্বও নিতে হয়েছে, কিন্তু সফল হননি। পরিচালক তাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন, অথচ নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবেননি। আট বছরে তিনি কোনো বড় কাজ শেষ করতে পারেননি।
ওই পোস্টে নায়িকা আরও লিখেন – এমনকী আমাকে হুমকি দিয়েছেন, চাইলে সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে দিতে পারেন।