
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএনইউ) সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. এম এ কাসেমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে তাঁর ভূমি ক্রয়, বিশ্ববিদ্যালয় তহবিল ব্যবহার ও অতিরিক্ত সুবিধা গ্রহণের নানা অনিয়মের বিষয়গুলো অনুসন্ধান করার জন্য অনুরোধ করা হয়েছে।