
বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী লিচু তলা এলাকায় বাস উল্টে ২টি সিএনজি, ১টি ব্যটারী চালিত রিক্সার উপরে পরে গেলে সিএনজি, অটোরিক্সার অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছে বলে জানা যায়। আহতাবস্থায় তাদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে এমন দূর্ঘটনা ঘটেছে।