
গাবতলী সদর ইউনিয়নের অন্তর্গত চকসদু ৫নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই-আগস্ট মাসের শহীদদের স্মরণে হাডুডু খেলা, বৃক্ষরোপণ ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকেলে চকসদু মধ্যপাড়া মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ মোরশেদ মিল্টন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোরশেদ মিল্টন বলেন—
“আমরা যে শহীদদের স্মরণ করছি, তারা এ দেশের গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। তাঁদের আদর্শই আমাদের প্রেরণার উৎস। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে, আর বৃক্ষরোপণ আমাদের পরিবেশ রক্ষার প্রতীকী অঙ্গীকার। আজকের এই আয়োজন শহীদদের প্রতি শ্রদ্ধা, খেলাধুলার প্রতি ভালোবাসা এবং সবুজ বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন খান সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম.আর হাসান পলাশসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতীদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। এরপর অতিথি বরণ, সভাপতির স্বাগত বক্তব্য, অতিথিদের বক্তব্য, সংবর্ধনা ও সম্মাননা প্রদান, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ এবং গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মকবুল হোসেন বলেন,“আমাদের শহীদদের স্মরণে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আমরা গর্বিত। হাডুডু খেলা তরুণদের শরীর ও মন শক্তিশালী করে, আর বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সুস্থ পৃথিবী নিশ্চিত করে। সবাইকে আমি এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
স্থানীয় হাজার হাজার মানুষ উৎসবমুখর পরিবেশে এ আয়োজন উপভোগ করেন।