
কুড়িগ্রামের উলিপুরে ট্রাকচাপায় আতিকুর রহমান (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে পৌর শহরের নারিকেলবাড়ি কাজীর চক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে।
জানা গেছে, তিনি পৌর এলাকায়ার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির পথে যাচ্ছিলেন। পথে চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক সামনে থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।