
নওগাঁর মান্দায় নির্বাচন কর্মকর্তা দ্বারা আমেনা (৫০) নামে এক কলেজ আয়াকে লাঞ্চিত ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মহিলা উপজেলার তেঁতুলিয়া ইউপির পানিয়াল আদর্শ কলেজের আয়া ও পানিয়াল গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ওই মহিলা সেবা নিতে গিয়ে লাঞ্চিত ও মারধরের শিকার হন। ভুক্তভোগী আমেনা খাতুন জানান,দীর্ঘদিন থেকে আমার এনআইডি সংশোধনের জন্য অফিসে ঘুরছি। আইডি সংশোধন না করে দেওয়ায় সাংবাদিক ও নেতাকর্মীর শরণাপন্ন হয়েছি। এজন্য নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ নাসিম “বেয়াদব মাগী” বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বুকে উপর ওয়েট পেপার ছুড়ে মারে।
এরপর গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। এব্যাপারে মান্দা উপজেলা নির্বাচন অফিসার সাঈফ আহমেদ নাসিম বলেন,তাকে কোন লাঞ্চিত বা অপমান করা হয়নি।উনিই আমাকে দেখে নেওয়ার উল্টো হুমকি দিয়েছেন।