
বাব মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টার নিয়ে বাড়ী আসবেন প্রবাসী ছেলে। বাবা মা তাদের ইচ্ছের কথা জানান ছেলে মেহেদী হাসান কে। মায়ের সেই স্বপ্ন পূরণ করতে বৃদ্ধ মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ী আসেন ছেলে।
বুধবার দুপুর ০১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে মাদারীপুর সদর উপজেলার খালাসী কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এসে অবতরণ করেন মা,ভাই,বোন ও ছেলে প্রবাসী মেহেদী হাসান। তখন এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসী কান্দি ইউনিয়ন এলাকার মো,খোকন হাওলাদের বড় ছেলে প্রবাসী মেহেদী হাসান।
বাবা মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টার নিয়ে প্রবাসী ছেলে গ্রামের বাড়ী আসবেন। ঠিক তখনই মায়ের এ স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে টিকিট বুকিং করে প্রবাসী ছেলে মেহেদী হাসান। এই স্বপ্ন পূরণ করতে পেরে সত্যিই আনন্দিত মেহেদী হাসানের বাবা মা।