প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ভালা থাইকো তুমি

ফরহাদুল ইসলাম জুয়েল

তোমার একখান চিঠি হাতে লইয়া
অতীতে ফিইরা যাই,
‎আমার চোক্ষের সীমানায়
তোমারে দেহা যায় না এহন,
‎অনেক খুঁজাখুঁজি কইরা
তোমারে পাইলাম না আমি।
‎কোন ভাবেই বুঝবার পারলাম না
‎তুমি আস্তে আস্তে
কবে জানি পর হইয়া গেলা,
‎তোমার আচরণে মনেই হয় নাই
‎তুমিও এমন কিছু করবার পারো।
‎
‎মনে আছে তোমার?
জগদীশের পুস্কুনির পাড়ে দুপুইরা রইদে
তুমি যহন ক্লান্ত হইলা,
‎ঘামতে ঘামতে অস্থির হইলা,
‎ঘাটের পানিতে মুখ ধুইয়া
বসলা আইসা ‎পুস্কুনির পাড়ে,
কি বলছিলা সেদিন?
‎আমি কিন্তু তোমার কথা রাখছিলাম।
‎
‎হুড উঠাইনা রিকসায় বইসা
তুমি হাত ধরবার চাইলা,
আমি তোমার কথা রাখবার গিয়া
হাতটাও ধরবার পারলাম না,
‎তোমার সামনে বইসা
তোমার রান্ধা খাওয়ার কপাল
এই জন্মে হইলোই না আমার,
‎আবার তুমি কইতা,
‎আমারে না-কি তুমি, অনেক ভালোবাসো।
‎
‎আমি এতোটা বছর পরও,
একটা জিনিস, বুঝবার পারলাম না,
‎কোন দোষ আমার পাইলা?
যার জন্য তোমার রান্ধা
আমার কপালে জোটে নাই,
‎স্বপ্ন গুলা না হয় আমারই আছিলো,
‎কিন্তু এক লগে তো দেখতাম।
‎আইচ্ছা তুমি কি এহন স্বপ্ন দেহ না?
‎না-কি তোমার স্বপ্ন গুলা পুরা হইয়া গেছে?
‎
‎এতোটা বছর পরেও
তোমার দেওয়া কষ্ট গুলা
‎বুকের ভিতরে কানতে থাকে,
‎আফসোস হয় মাঝে মধ্যেই
এইটা ভাইবা যে,
‎আমার জন্য তোমার বুকের ভিতর
সামান্য মমতাও ছিলো না,
আর ‎ভালোবাসা তো, বহু ভাগ্যের কথা।
সে যেন তোমারে আগলাইয়া রাখে
ভালা থাইকো তুমি।
‎

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন