প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

শার্পের আয়োজনে কাজিপুরে চরাঞ্চলের নারীদের নিয়ে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত

মোঃ পলাশ শেখ, বিশেষ প্রতিনিধি

চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের আইন সহায়তা ও আয়বর্ধক সেবা প্রাপ্তির লক্ষ্যে আজ ৬ আগষ্ট বুধবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি মিটিং। এই সভার আয়োজন করে সোসিও হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম – শার্প (SHARP), যা পরিচালিত হচ্ছে Enhancing Gender Equality Project – GEP এর আওতায়।
প্রকল্পের মূল লক্ষ্য:
• চরাঞ্চলের নারী জনগোষ্ঠীর আইনি সহায়তা সহজপ্রাপ্য করা
• আয়ের উৎস সৃষ্টি করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা
• সরকারি-বেসরকারি সেবার সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে টেকসই উন্নয়ন
এই প্রকল্পের অর্থায়নে ছিল:
• Swiss Agency for Development and Cooperation (SDC)
• Global Affairs Canada (GAC)৷ এে কারিগরি সহযোগিতা দিয়েছে:
• GFA Consulting Group GmbH
সভায় সভাপতিত্ব করেন: কাজিপুরে অতিরিক্ত কৃষি অফিসার ও তেকানী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ ফয়সাল আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীদের আইনি নিরাপত্তা ও আয়বৃদ্ধিমূলক উদ্যোগের মাধ্যমে সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পায়। এই ধরনের সভা চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি বড় সুযোগ।”
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
শার্প সিরাজগঞ্জ এর উপ-পরিচালক গোলাম কিবরিয়া
প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম
বিভিন্ন স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিগণ
লিগ্যাল এইড ভিক্টিম ও চরাঞ্চলের বিপন্ন নারীরা
সভায় উপস্থিত নারীরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, কিভাবে তারা পারিবারিক, সম্পত্তিগত বা নির্যাতনের শিকার হয়ে আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। সভার মাধ্যমে তারা ইউনিয়ন অফিসে সরাসরি আবেদন করেন আইন সহায়তা পাওয়ার জন্য।
উপস্থিত কর্মকর্তারা তাদের আশ্বস্ত করেন যে, সরকারি ও প্রকল্পভিত্তিক সকল সেবা প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে এবং নারী সমাজের পাশে থেকে সহায়তা অব্যাহত থাকবে।
এই অ্যাডভোকেসি সভা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং নারী উন্নয়নে একটি শক্ত বার্তা দেয়।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন