
”কত প্রহর হয়ে গেলো পাইনি মায়ের স্নেহ আদর।
”কতোদিন কেটে গেলো পাইনা মা নামক চাদর।
”দিনের পরে দিন কেটে যায় রাতের পরে রাত।
”সবকিছুর উর্ধ্বে আছে যে মা নামক প্রভাত।
”রাত যায় দিন আসে,প্রহর গোনা শেষ।
”দুটি বছর হয়েছে আজো,মা হয়েছে নিরুদ্দেশ।
”স্বপ্নের মাঝে এসে যে মা হ্মনিকের হয় সাথি।
”মাকে পেলে কাটিয়ে দিতাম অফুরন্ত দিবা রাতি।
”মনে হাজারো কষ্ট থাকলে,মা দিতো সান্ত্বনা।
”মা দেখাতো সঠিক পথ,যতই থাকুক বেদনা।
”সব কিছুর উর্ধ্বে যে মা নামক শব্দ।
”মায়ের কথা পরলে মনে হয়ে যাই নিস্তব্ধ।
”সবার চাইতে উর্ধ্বে আছে,মায়ের ভালোবাসা।
”সব কিছুর উর্ধ্বে যে ভাই,মা নাম টাতেই ভরসা।