
আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন এবং ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে আজ ৫ আগস্ট কেন্দ্র ঘোষীত গাবতলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের আয়োজনে এক বিজয় র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ছিল পূর্বঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিক কর্মসূচির অংশ, যা গাবতলী উপজেলা জুড়ে বিপুল উদ্দীপনা ও সংগ্রামী চেতনায় উদযাপিত হয়।
র্যালিতে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ফজলে রাব্বী মন্ডল ফিরোজ। মিছিলের সভাপতিত্ব করেন গাবতলি উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু। মিছিলে অংশ নেয় নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ড এর নেতাকর্মী এবং বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী৷
আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।