প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

আওয়ামী সরকারের পতনের এক বছর পূর্তিতে টঙ্গীতে আনন্দ মিছিল

মোঃলিমন হোসেন

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের এক বছর পূর্তিতে গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে, টঙ্গী পূর্ব থানা বিএনপির বিপ্লবী সভাপতি মোঃ জাবেদ আহমেদ সুমন এর সভাপতিত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গী বাজার সেনা কল্যাণ মার্কেট এর সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে টঙ্গী ষ্টেশন রোড হয়ে টঙ্গী শহর এর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে যাবেদ আহমেদ সুমন এর বাসভবনের সামনে এসে শেষ হয়।এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপি সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল থেকে আগামীর বাংলাদেশ গড়তে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ,যাবেদ আহমেদ সুমন এর বিকল্প নেই বলেও স্লোগান দিতে দেখা যায়।

জাবেদ আহমেদ সুমন বলেন এ বিজয় হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়।

কোন অপশক্তির কাছে এ বিজয়ের সম্মান ম্লান হতে দেব না।

তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নিজ হাতে গড়া দল।

এই দল একদিনে গড়ে ওঠে নাই।তাই ইচ্ছে করলেই এ দলের কোনো ক্ষতি করা সম্ভব হবে না।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন