
সৈয়দপুরে পবিত্র সোহদায়ে কারবালা স্মরণে ও আলা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ.)-এর উরস উপলক্ষে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাহফিল ও তাজকিরার এক মহাসম্মেলন। ৩ আগস্ট রবিবার সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত, এই আলোকিত মাহফিলে উপচে পড়া ভক্তসমাগম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত বিশ্ববরণ্য আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ড. সৈয়দ শাহ জালালুদ্দিন আশরাফ আশরাফী আল জিলানী।
প্রধান আকর্ষণ ছিলেন সুফি দর্শনের উজ্জ্বল নক্ষত্র, তরুণ বক্তা সৈয়দ মায়াজ আশরাফ আশরাফী আল জিলানী মিসবাহি আজহারি, যাঁর হৃদয়স্পর্শী তাফসির ও মাদানী ভাষণ শ্রোতাদের বিমুগ্ধ করে।
বিশেষ বক্তা হিসেবে মুফতি মাসুম আহমেদ মোখতারী ও হাফেজ ও মাওলানা রিজওয়ান আল কাদেরী আলা হযরতের জীবন দর্শন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরে কামেল সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন জালালী।সুললিত কণ্ঠে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল মান্নান আশরাফী।
গভীর শ্রদ্ধায় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন আহলে বাইত প্রেমিক আলহাজ্ব আফতাব আলম জুবায়ের এমাদি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ আলী আশরাফী,হাজী আজহার সুলতান রিজভী,নাঈম এমাদি সৈয়দ আব্দুল্লাহ বাখশী,খলিফা সৈয়দ আসিফ আশরাফী,মাওলানা রিজওয়ান আল কাদেরী,খালিদ আজম আশরাফী প্রমুখ।
বাদ এশা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ মাহফিলের প্রতিটি পর্বে কারবালার শিক্ষা, আহলে বাইতের প্রেম ও আলা হযরতের বিদ্বেষমুক্ত ইসলামি দর্শনের বাণী উচ্চারিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সুফিবাদি সংগঠন নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন, তালিমাতে সুফিয়া মিশন, সারকারে কাঁলা ফাউন্ডেশন, আঞ্জুমান এ আশরাফীয়া চেরিট্যাবল ট্রাস্ট প্রমুখ এর উপস্থিতি পরিলক্ষিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন আহলে বাইত ফাউন্ডেশন সৈয়দপুর, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি জুনায়েদ হাবিব আল বারকাতী জানান, আমরা সারা বছরব্যাপী দ্বীনি খেদমত ও ইসলাহি কাজ পরিচালনা করে থাকি, এছাড়া তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । হামদ ও নাঁত পরিবেশনা করেন মোক্তার সাঈদি ও তাজদারে মদিনা নাঁত গোষ্ঠি।