প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময়ের আগেই ছুটি: তদন্তের আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার

মোঃ পলাশ শেখ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ৬২নং খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময়ের আগেই ছুটি দিয়ে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন—প্রতিদিন চলে যায় শিক্ষকরা। এতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

সরকারি নিয়ম অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। তবে স্থানীয়দের অভিযোগ, ওই বিদ্যালয়ে দুপুর ২টার আগেই কার্যক্রম বন্ধ হয়ে যায়, এবং শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে।

এ বিষয়ে খিরাইকান্দি গ্রামের একজন অভিভাবক বলেন,

“আমার ছেলে প্রতিদিন স্কুলে যায় ঠিকই, কিন্তু দুপুর ২টার মধ্যেই ফিরে আসে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন,

“এমন অভিযোগ আমার কাছে আসেনি। তবে আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি দ্রুত বিষয়টি খতিয়ে দেখব। এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের সময়সূচি পালন করতে হবে। কোনোভাবেই এর ব্যত্যয় সহ্য করা হবে না।

এদিকে, এলাকাবাসীর দাবি—প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়গুলোর প্রতি নিয়মিত তদারকি বাড়ানো প্রয়োজন।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন