
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএমসি দিনাজপুর এর উপ-পরিদর্শক মোঃ জায়েদ আলী জাফরী-এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে, ২ আগষ্ট ২০২৫ শনিবার দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকার জনৈক্য মোঃ সিরাজুল ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া মোঃ বাপ্পি ইসলাম এর ঘরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কাঠের সোকেসের নিচের ড্রয়ারের মধ্যে থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই অভিযানের খবর পেলে মাদক ব্যবসায়ী বাপ্পি ইসলাম ঘটনাস্থল থেকে পূর্বেই পালিয়ে যায়। উদ্ধারকৃত ৫০ বোতল আনুমানিক মূল্য দেখানো হয়েছে ১ লক্ষ টাকা। পরবর্তীতে ২০১৮ সালের ৩৬ (১) সরণণির ১৪ (খ) ধারায় আসামী বাপ্পি ইসলাম-কে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে দিনাজপুর কোতয়ারলী থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।