
অজানাকে জানার জন্য
হৃদয়ের ক্ষত কিংবা ছোট্ট কিছু ভুল
এগুলো কোন ব্যাপারই নয়
এ যেন জীবনের পথে ফোঁটা ফুল
স্বপ্ন ভাঙ্গার হতাশা কোন হতাশা নয়
এযেন নতুন স্বপ্ন গড়ার অনন্ত প্রেরণা
সত্যের সাথে থাকা মানে জয়ের দিকে যাওয়া আর শান্তি খুঁজে পাওয়া।
মানসিক শান্তির জন্য যেটা বেটার অপশন
মনে হবে সেটাই করা উচিত।
কি ভাবলো কে কি বলল এগুলি ভেবে সময় নষ্ট করার কোন মানেই হয় না।