
কিছু ব্যর্থতা থাকনা হৃদয় নামক জায়গাটাতে
কিছু স্বপ্ন উঁকি দিয়ে যাক নতুন এক পৃথিবীর বুকে, কর্ম ব্যস্ততার মাঝে ক্লান্ত দুপুর জানান দিয়ে যায় কিছুটা বিশ্রামের প্রয়োজন,
বিকেলের গোধূলীর লাল আভা নীরবে জানিয়ে দেয় অন্ধকার বরণ করার কোনো ইচ্ছে নেই তার, তবে সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই হারাতে হয় আধারের মাঝে, এইতো জীবন বেশ আছি,
নিজেকে অন্যের জন্য সাজিয়ে পরিপাটি করে রাখি, অন্যদের ভালো রাখতে হাসির আড়ালে ব্যথিত হৃদয়ে কান্না লুকিয়ে দূর আকাশে কত প্রশ্ন ছুড়ি।