প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

হৃদয়ের কান্না

রুবিনা শেখ

কিছু ব্যর্থতা থাকনা হৃদয় নামক জায়গাটাতে
কিছু স্বপ্ন উঁকি দিয়ে যাক নতুন এক পৃথিবীর বুকে, কর্ম ব্যস্ততার মাঝে ক্লান্ত দুপুর জানান দিয়ে যায় কিছুটা বিশ্রামের প্রয়োজন,
বিকেলের গোধূলীর লাল আভা নীরবে জানিয়ে দেয় অন্ধকার বরণ করার কোনো ইচ্ছে নেই তার, তবে সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই হারাতে হয় আধারের মাঝে, এইতো জীবন বেশ আছি,
নিজেকে অন্যের জন্য সাজিয়ে পরিপাটি করে রাখি, অন্যদের ভালো রাখতে হাসির আড়ালে ব্যথিত হৃদয়ে কান্না লুকিয়ে দূর আকাশে কত প্রশ্ন ছুড়ি।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন