ভালোবাসা কি সত্যিই আমার জন্য ছিল?
রুবিনা শেখ
চেয়েছি খুব, কিন্তু পারিনি প্রতিটি সম্পর্কের
শেষে আমি একা,
অভিমান নয়, সত্যিই আমি কেউ ছিলাম না কারো জন্য।
আমি পাশে থেকেছি তবু কাউকে কখনো নিজের বলতে পারিনি।
সবাই যার যার মতো করে চেয়েছে,
আর আমি শুধু দিয়েছি নিজের ভেতরটা।
চাওয়া-পাওয়ার হিসেব কখনো মিলেনি,
তবু আজ প্রশ্ন করি না- শুধু ভাবি,
ভালোবাসা কি সত্যিই আমার জন্য ছিল?