প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

তারাকান্দায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

হাকীম মোঃ আবুল কালাম ময়মনসিংহ জেলা প্রতিনিধি

📍 ১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসন গণঅধিকার পরিষদ-এর মনোনয়ন প্রত্যাশী শাহ্ সুলতান মৃধা ভাইয়ের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ তারাকান্দা উপজেলায় ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

🔸 সকাল থেকে শুরু হওয়া এই প্রচার কার্যক্রমে স্থানীয় বাজার, জনবহুল এলাকা ও বাড়ি-বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়। এতে দলের নীতিমালা, জনকল্যাণমুখী পরিকল্পনা ও প্রার্থীর ভূমিকা তুলে ধরা হয়।

🗣 প্রার্থীর বক্তব্য:

শাহ্ সুলতান মৃধা বলেন:
“গণঅধিকার পরিষদ এই দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। জনগণের রায় নিয়ে যেন তাদের প্রকৃত প্রতিনিধি হতে পারি, সে লক্ষ্যে এই প্রচারণা চলছে। তারাকান্দা-ফুলপুরের মানুষের ভালোবাসাই আমাদের শক্তি।”

🗣 স্থানীয় নেতার বক্তব্য:

আনোয়ারুল ইসলাম বলেন:
“শাহ্ সুলতান মৃধার মত একজন যোগ্য, সৎ ও সাহসী মানুষ সংসদে দরকার। আমরা জনগণের দুয়ারে গিয়ে তার বার্তা পৌঁছে দিচ্ছি।”

✅ উপস্থিত নেতৃবৃন্দ:

শাহ্ সুলতান মৃধা

আনোয়ারুল ইসলাম

সোহাগ হাসান রানা

রাশিদুল ইসলাম

শাহাদাত হোসেন

সারোয়ার জাহান

আলামিন ফকির

নাহিদ ইসলাম
এছাড়াও এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ও তরুণ কর্মী উপস্থিত থেকে কর্মসূচি সফল করে তোলেন।

🔖 গণঅধিকার পরিষদ বিশ্বাস করে, জনগণের শক্তিতে ভর করেই নতুন রাজনৈতিক ধারার উন্মেষ ঘটবে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন