প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

২২ দিনের মাথায় শিবচর থানার ওসি ক্লোজড

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে ক্লোজড করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর পুলিশ সুপার মো. নাঈমুল হাছান।

যোগদানের মাত্র ২২ দিন পর, শুক্রবার (১ আগস্ট) তাকে শিবচর থানা থেকে প্রত্যাহার করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জানা গেছে, আজহার আলী সুমন গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র ২২ দিন পর, শৃঙ্খলাভঙ্গের দায়ে শুক্রবার তাকে ক্লোজড করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। থানা সূত্রে জানা গেছে, জনস্বার্থে তাকে শিবচর থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে তার বিরুদ্ধে দায়িত্ব পালনকালেই বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণের একাধিক অভিযোগ উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার মো. নাঈমুল হাছান বলেন, প্রশাসনিক কারণে শিবচর থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন