প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

গাইবান্ধায় তিনটি হোটেলে ১৩ হাজার টাকা জরিমানা

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা শহরে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩১ জুলাই) শহরের রেলগেট, পৌরপার্ক ও হকার্স মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখা, নোংরা পরিবেশ এবং অপরিচ্ছন্ন রান্নাঘরের অভিযোগে তিনটি হোটেলকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত হোটেলগুলো হলো:

রেলগেট এলাকার শারমিন হোটেল,

পৌরপার্ক সামনের নিউ পূবালী হোটেল

হকার্স মার্কেটের শাহ আলম হোটেল।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

সাথে ছিলেন:

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া,

ক্যাবের জেলা সভাপতি কে এম রেজাউল হক,

এবং গাইবান্ধা জেলা পুলিশের একটি দল।

এই অভিযান শহরের খাবারের মান উন্নয়ন এবং জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে পরিচালিত হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন