
মানুষ কখনো মানুষকে খুঁজে না, খোঁজে তার দুর্বলতা…দুঃখের বিষয় হলো, আমরা আজকাল মানুষকে তার গুণে নয়, তার ভুলে বিচার করি।
তার শক্তিকে নয়, তার দুর্বলতাকে কেন্দ্র করে মাপি তার মূল্য।কিন্তু ভুলে গেলে চলবে না—
প্রত্যেক মানুষের একটা না একটা দুর্বল দিক থাকবেই।কারো চোখে জল আছে, কারো মনে ব্যথা আছে, কারো অতীতে গভীর ক্ষত আছে।
মানুষ যদি শুধু ভুল খুঁজতেই ব্যস্ত থাকে, তাহলে ভালোবাসার জায়গাগুলো কবে দেখবে?
যেখানে মানুষ সত্যিকারের মানুষ হয়ে ওঠে—তা হলো তার ভালোবাসা, সহানুভূতি, এবং ভেতরের লড়াই।
আসুন আমরা মানুষের ভুল নয়, তার চেষ্টা দেখি।
তার ভাঙা অংশ নয়, তার জোড়া লাগানোর সাহস দেখি।
মানুষকে তার শক্তি দিয়ে চিনে নেওয়ার মানসিকতা গড়ে তুলি।
কারণ, দুর্বলতা খুঁজতে হলে তো চোখ লাগে,
আর মানুষকে বোঝার জন্য লাগে “হৃদয়”।