প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

হৃদয়

ইউ বি টিভি ডেস্ক

মানুষ কখনো মানুষকে খুঁজে না, খোঁজে তার দুর্বলতা…দুঃখের বিষয় হলো, আমরা আজকাল মানুষকে তার গুণে নয়, তার ভুলে বিচার করি।
তার শক্তিকে নয়, তার দুর্বলতাকে কেন্দ্র করে মাপি তার মূল্য।কিন্তু ভুলে গেলে চলবে না—
প্রত্যেক মানুষের একটা না একটা দুর্বল দিক থাকবেই।কারো চোখে জল আছে, কারো মনে ব্যথা আছে, কারো অতীতে গভীর ক্ষত আছে।

মানুষ যদি শুধু ভুল খুঁজতেই ব্যস্ত থাকে, তাহলে ভালোবাসার জায়গাগুলো কবে দেখবে?
যেখানে মানুষ সত্যিকারের মানুষ হয়ে ওঠে—তা হলো তার ভালোবাসা, সহানুভূতি, এবং ভেতরের লড়াই।

আসুন আমরা মানুষের ভুল নয়, তার চেষ্টা দেখি।
তার ভাঙা অংশ নয়, তার জোড়া লাগানোর সাহস দেখি।
মানুষকে তার শক্তি দিয়ে চিনে নেওয়ার মানসিকতা গড়ে তুলি।

কারণ, দুর্বলতা খুঁজতে হলে তো চোখ লাগে,
আর মানুষকে বোঝার জন্য লাগে “হৃদয়”।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন