প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সম্পাদক যেখানে ভালোবাসার মানুষ

এস এম সালমান হৃদয়, বগুড়া থেকে

বাংলাদেশের অনলাইন সাংবাদিকতা জগতে দিন দিন আস্থা ও ভালোবাসার অন্যতম প্রতীক হয়ে উঠছে জনপ্রিয় নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ”। আর এর পেছনে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন, যাঁর হাত ধরে এই প্ল্যাটফর্মটি ছুঁয়েছে পাঠকের হৃদয় — তিনি হলেন পোর্টালের সম্পাদক মো: রাজিবুল করিম রোমিও। তিনি শুধু একজন দক্ষ ও বিচক্ষণ সম্পাদকই নন, বরং এক আলোকিত মানুষ, যিনি সবসময় চেষ্টা করেন সংবাদকে মানুষের কল্যাণে ব্যবহার করতে। তাঁর বিশ্বাস, সংবাদ মানেই কেবল তথ্যের বাহক নয় — প্রতিটি সংবাদ হতে হবে মানবিক, প্রাসঙ্গিক ও সত্যনিষ্ঠ।

রোমিও ভাইয়ের নেতৃত্বে “উজ্জ্বল বাংলাদেশ” আজ একটি প্রাণবন্ত সংবাদপোর্টাল, যেখানে প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো কেবল শিরোনামে সীমাবদ্ধ থাকে না — বরং সেগুলোর পেছনে লুকিয়ে থাকা সত্য, বেদনা, সমাজের বাস্তবতা ও আশার গল্প তুলে ধরা হয় গভীর দৃষ্টিভঙ্গি দিয়ে।

তিনি নিজেই বলেন, “আমি বিশ্বাস করি, একজন পাঠক যখন আমার পোর্টালে প্রবেশ করে, তখন সে শুধু খবর খুঁজে না — সে খোঁজে বিশ্বাসযোগ্যতা, মমতা, এবং কিছু শেখার মতো কিছু একটা। আমি চাই প্রতিটি নিউজ যেন মানুষকে নাড়া দেয়, ভাবায় এবং ভালো কিছুর দিকে উদ্বুদ্ধ করে।”

একজন সম্পাদক হিসেবে তিনি শুধু খবর যাচাই-বাছাই বা ভাষা সম্পাদনাতেই সীমাবদ্ধ নন। একজন স্নেহশীল বড় ভাইয়ের মতো পুরো টিমকে আগলে রাখেন। কোন রিপোর্টার কোথায় গেলে ভালো কাভারেজ করতে পারবে, কোন নিউজে কীভাবে হেডলাইন তৈরি হলে পাঠকের দৃষ্টি আকর্ষণ হবে — সব কিছুর উপর তার খুঁটিনাটি নজর থাকে। তিনি কর্মীদের সঠিক প্রশিক্ষণ, কাজের স্বীকৃতি এবং এক অনুপ্রেরণাদায়ক পরিবেশ তৈরির মাধ্যমে “উজ্জ্বল বাংলাদেশ” পত্রিকাটিকে গড়ে তুলেছেন পরিবারতুল্য একটি প্ল্যাটফর্ম হিসেবে।

তার বড় গুণ হলো — তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন গভীর মানবিক মানুষ। সমাজের যেকোনো সংকটে, মানুষের যেকোনো দুর্দিনে তিনি শুধু সংবাদ প্রকাশ করেই দায়িত্ব শেষ করেন না — বরং সুযোগ থাকলে নিজেও এগিয়ে আসেন। অনেক দরিদ্র পরিবার, অসহায় মানুষ, কিংবা চিকিৎসার অপেক্ষায় থাকা কোনো রোগী — তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন একান্তভাবেই নিঃস্বার্থভাবে। তিনি বলেন, “আমরা যখন মানুষের সমস্যার কথা তুলে ধরি, তখন সেটা যেন শুধুই লেখার জায়গায় না থাকে। আমি চাই, সেই খবর কারও জীবনে বদলের হাতছানি হয়ে দাঁড়াক।”

রোমিও ভাইয়ের কাছে সাংবাদিকতা মানে কেবল অফিসে বসে নিউজ টাইটেল তৈরি করা নয় — বরং মাঠে গিয়ে দেখা, বোঝা, শুনে লেখা এবং সেই লেখার মাধ্যমে সমাজে আলো ছড়িয়ে দেওয়া। তাঁর চোখে একটি ভালো সাংবাদিক মানেই হল একজন দায়িত্বশীল সমাজকর্মী, যিনি মানুষের না বলা কথাগুলো তুলে ধরেন। তিনি সবসময় নতুনদের শেখান — “তুমি আগে মানুষ হও, পরে সাংবাদিক। কারণ ভালো মানুষ ছাড়া ভালো সাংবাদিক হওয়া যায় না।” এই কথার মধ্যেই যেন লুকিয়ে আছে তার সাংবাদিকতা দর্শনের সারমর্ম।

“উজ্জ্বল বাংলাদেশ”-এর প্রতিটি পাঠকের মনে আজ একটাই কথা — এটি কেবল একটি পোর্টাল নয়, এটি একটি ভালোবাসার জায়গা। আর এর প্রতিটি অর্জনের পেছনে রয়েছে সম্পাদক রোমিও ভাইয়ের নিরলস পরিশ্রম, সৎ নেতৃত্ব, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং গভীর মানবিক মূল্যবোধ। তরুণ সাংবাদিকদের কাছে তিনি একজন মেন্টর, প্রবীণদের কাছে সম্মানের, এবং পাঠকের কাছে নির্ভরতার প্রতীক।

এমন একজন মানুষের নেতৃত্বে গড়া পত্রিকা কখনোই শুধু খবর প্রকাশ করে না — বরং মানুষ গড়ে, সমাজ সচেতন করে তোলে এবং সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে শেখায়। মো: রাজিবুল করিম রোমিও তার কাজ, নীতিবোধ এবং ভালোবাসা দিয়ে প্রমাণ করেছেন — সম্পাদক যদি সত্যিই দায়বদ্ধ হন, তবে তার কলম দিয়েই সমাজ বদলানো সম্ভব।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন