
নিয়মের বেড়াজাল থেকে একবার বেরিয়ে আসা উচিৎ নিজের জন্য একটু সময় রাখাটি জরুরী প্রয়োজনে পারিবারিক শাসনের বিরুদ্ধে গিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করাটা ভুল কিছু নয়।
সবকিছু মানিয়ে নিতে নিতে ভুলে ই যাচ্ছি
নিজেরও একটা মন আছে।
ক্লান্তি জমে, অভিমানের পাহাড় গড়ে উঠতে না দিয়ে, দরকার নির্জন কোনো বিকেল যেখানে শুধুই আমি হয়ে বাঁচতে পারবো এমন কোথায় নির্জনে নিজেকে সময় দেয়া।
কে কি বলবে, পাড়া প্রতিবেশী কি ভাববে, পরিবারের সদস্যরা বিষয়টা কীভাবে নেবে, এসব ভেবে শুধুমাত্র ডিপ্রেশনে যদি না যেতে চান , অবশ্যই নিজেকে সময় দিন।
এমন নয় যে পরিবারের অন্য সদস্যদের দায়িত্ব ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত সময় কাটাবো
বরং নিজের ভেতরের মানুষটাকে
ক্ষণিকের জন্য ভালো রাখার চেষ্টা করা।
যে মানুষটাকে বহুদিন ধরে হারিয়ে ফেলেছি।